বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৬ পূর্বাহ্ন
মালয়েশিয়ায় শক্তিশালী বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৪ জন। মঙ্গলবার সকালে সারাওয়াক প্রদেশের একটি শপিং সেন্টারে এই বিস্ফোরণ ঘটে। দেশটির সংবাদ সংস্থা বারনামা’র বরাতে এ তথ্য জানা গেছে।
সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, সারাওয়াক প্রদেশের রাজধানী কুচিং-এর একটি মেগা শপিং সেন্টারে এই বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, গ্যাস ট্যাংকের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে।
স্থানীয় দমকল বাহিনীর প্রধান ওয়ান আব্দুল মুবিন জানান, বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে। এটি চলতি বছরে এই প্রদেশে সবচেয়ে মর্মান্তিক ঘটনা।
Leave a Reply