বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৬ পূর্বাহ্ন
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসুরকে বৃহস্পতিবার অভিযুক্ত করা হয়েছে। মাল্টি বিলিয়ন ডলারের আর্থিক কেলেংকারির ঘটনায় জড়িত রোসমাহ মনসুরের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ দায়ের করা হয়।
খবরে বলা হয়, ৬৬ বছর বয়সী এ নারীর বিরুদ্ধে অর্থ পাচারের ১৭টি অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। রাষ্ট্রীয় তহবিল লুটে জড়িত থাকার অভিযোগে তার স্বামী নাজিব রাজাককেও পৃথকভাবে এ আদালতে হাজির করা হয়।
এই আর্থিক কেলেংকারির অভিযোগকে কেন্দ্র করে দেশটির গত নির্বাচনে ভরাডুবি হয় নাজিব রাজাকের দলের। বিপুল জয়ে আবারো মসনদে বসেন মাহাথির মোহাম্মদ। ক্ষমতার পালাবদল হতেই দুর্নীতির অভিযোগে বেশ কয়েকবার আদালতে হাজিরা দিতে হয়েছে নাজিব রাজাককে। নাজিব রাজাকের দুর্নীতি প্রমাণিত হলে বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে তাকে।
Leave a Reply