সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৯ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবিধি অনুযায়ী চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন অাদালত। সোমবার পুরাতন কেন্দ্রীয় কারাগারে অবস্থিত বিশেষ জজ অাদালতের বিচারক অাখতারুজ্জামান এ নির্দেশ দেন। এর অাগে সরকারের গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসার অাবেদন করেন তার অাইনজীবীরা। একইসঙ্গে খালেদা জিয়া সুস্থ না হওয়া পর্যন্ত শুনানির মূলতবি করার অাবেদন জানানো হয়।
কারা মহাপরিদর্শক. ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার বিষয়ে কথা হয়েছে, তিনি চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুদিন সময় নিয়েছেন। এর আগে কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসায় ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অধ্যাপক আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে এ কমিটি হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, আবু জাফর চৌধুরী বিরু, অধ্যাপক তারেক রেজা এবং অধ্যাপক শামসুন্নাহার।
গত ৯ সেপ্টেম্বর খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। সে জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী দ্রুত তাকে যেন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য দ্রুত মেডিকেল বোর্ড গঠন করা হবে।
Leave a Reply