শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০১ অপরাহ্ন
মোঃ নুর আলম, স্টাফ রিপোর্টারঃ আজ সকাল ১১.৪৫ মিনিট থেকে আব্দুল্লাহপুর বেড়ি বাঁধ থেকে শুরু করে কোট বাড়ি রেল লাইনের পশ্চিম পাশ পর্যন্ত রাস্তার দু-পাশে ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট তার পুলিশ বাহিনী সহ দুটি বুলডোজার এর মাধ্যমে। দীর্ঘদিন ধরে বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা জামানত নিয়ে সরকারী জায়গা ভাড়া দিয়ে প্রতিটি স্থাপনা থেকে গড়ে ১৫০/- (এক শত পঞ্চাশ টাকা) হারে ভাড়া নিয়ে রাস্তার দুপাশ মিলে চারশত দোকান থেকে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে (১৫০ী৪০০)= ৬০,০০০/- টাকা, সপ্তাহে (৬০,০০০ী৭)= ৪২০,০০০/- টাকা, মাসে প্রায় ১৮,০০,০০০/- টাকা, বছরে প্রায় ২,১৬,০০,০০০/- টাকা। এবং নিয়মিত টাকা উঠান জাকির ওরফে বরিশাইল্যা জাকির। গত ২৬ শে জুন রাতের বেলায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আতিক দক্ষিণখান থেকে তার প্রাইভেট গাড়িতে যাওয়ার পথে রাস্তার দু পাশে অবৈধ ব্যবসায়িক স্থাপনা ও ইজি বাইকের কারণে ১০ মিনিটের জায়গায় প্রায় ৩০ মিনিট সময় পার হয়ে যায় যার কারণে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অভিযোগ দেন যার ফলে পরদিন সকাল থেকে পূর্ব নোটিশ অনুযায়ী উচ্ছেদ অভিযান শুরু হয়। এবং সাধারণ ব্যবসায়ীদের জীবনে নেমে আসে হাহাকার ও হা হুতাশ। আর এক্ষেত্রে সুবিধাভোগ কারীদের কোন চিহ্নই পাওয়া যায়নি। আবার আব্দুল্লাহপুর বেড়িবাধের পাশে আওয়ামীলীগের নেতা হাবিব হাসানের নেতৃত্বে পাউবোর জায়গায় গড়ে উঠেছে বিশাল সুপার মার্কেট। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চলছে দোকান বরাদ্দ। উচ্ছেদ অভিযান চলাকালিন সময়ে কিছু নেতা তাদের সাঙ্গু পাঙ্গু সহ ম্যাজিষ্ট্রেট ও পুলিশ বাহিনীর উপর হামলা চালায়। উক্ত হামলায় বুলডোজারের ড্রাইভার আহত হয়। বর্তমানে সে টঙ্গী সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি অংশ দ্বিতীয় পর্বে।
Leave a Reply